মোঃ রাকিবুল ইসলাম
শিক্ষার্থী: সিভিল টেকনোলজি, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
নারী হলো মোর শিক্ষাগুরু,
নারী হলো মোর বোন।
নারী হলো মোর মা জননী,
সাত রাজারই ধন।
নারী মানে যে মা আমিনা,
নারী মানে যে হাওয়া।
নারী মানে যে পুরুষ জাতির,
সুন্দর এক পাওয়া।
নারী মানে যে নয়কো দাসি,
নারী মানে যে সাথী।
নারী মানে যে ধরার মাঝের,
সুন্দর এক জাতি।
নারী জাতি যদি না থাকিতো,
বসতো না পুরুষ ঘরে।
উম্মাদ হয়ে ঘুরে বেড়াতো,
বিশ্ব চরাচরে।
নারী হলো সৌন্দর্যের প্রতিক,
নারীই পুরুষের প্রান।
তাই তো ধরা গাইছে আজ,
নারীর জয়গান।
আপনার মতামত লিখুন :