ফুটন্ত তরুনদের আইডল রোদেলা রঙ্গন হৃদ্য
তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, শিশুবার্ত প্রতিনিধিঃ
অসাধারণকে সাধারণভাবেই গ্রহন করেছে ফরিদপুরের মেয়ে হৃদ্য।পুরোনাম রোদেলা রঙ্গন হৃদ্য মাত্র ১৬ বছর বয়সেই গান, অভিনয়, রিয়েরেটিসহ মডেলিং, বিজ্ঞাপন ও উপস্থাপনায় তার সাফল্য ধরে অনন্যসাধারণ।
ইতিমধ্যে তিনি “মেঘ কন্যা” নামে একটি সিনেমাও করেছে। ফেসবুক টুইটরে তার গানের শুভাকাঙ্ক্ষী লাখ ছাড়িয়ে । ছোট এ জীবনে তার অসাধারন প্রতিভা দিয়ে কেড়ে নিয়েছেন লাখো দরশকের অকুণ্ঠ ভালোবাসা আর সমর্থন।
২০০৯ সালে ৪ বছর বয়সে চ্যানেল আই-এর রিয়েলেটি শো ক্ষুদে গানরাজ- এর মধ্যে দিয়ে হৃদ্য পথচলা শুরু হয়।
হৃদ্যর প্রিয় শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মিতালী মুখার্জী।
তিনি এখন মীরপুরে ইংলিশ ভার্সন স্কুলের ক্লাস ১০ এ পড়ছে। তার জন্ম ১৪ এপ্রিল ২০০৩। বাবা দেলওয়ার খান রনি ও মা সুমনা খান, বড় ভাই সদ্য খান, ছোট বোন সোহেলা অধে শিকু। হৃদ্য লেখাপড়া শুরু হয় ফরিদপুরের স্টুডেন্ট কেয়ার স্কুল থেকে। তার জীবনের ইচ্ছা মানুষের সেবা করে যাওয়া।
আপনার মতামত লিখুন :