দৃষ্টি শিশু বার্তায় শিশু সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি;


Admin প্রকাশের সময় : ১৯/০১/২০১৯, ৮:০৭ AM
দৃষ্টি শিশু বার্তায় শিশু সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি;

দৃষ্টি শিশু বার্তায় শিশু সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি;

প্রিয় বন্ধুরা,
বাংলাদেশে এই প্রথম প্রিন্ট মিডিয়ায় (দৈনিক সংবাদ পত্রে) শিশু সাংবাদিকতার সু্যোগ দিচ্ছে দৈনিক দৃষ্টি প্রতিদিন। সর্বস্তরের শিশুদের কথা সকলের সামনে তুলে ধরতে দেশব্যাপী
শিশু সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক দৃষ্টি প্রতিদিন।

আগ্রহী শিশুরা আজই আবেদন পাঠাও। উল্লেখিত ঠিকানায়।

আবেদনের শেষ সময়ঃ ৩০ জানুয়ারি ২০১৯ইং 

যোগ্যতাঃ
১,প্রতিবেদন লিখতে জানা।
২.ধৈর্যশীলতা।
৩.সত্যবাদীতা।
৪.ভাষাগত মৌলিক জ্ঞান/শুদ্ধতা।
৫.ফটোগ্রাফি।
৬.২০১৯ সালে বয়স ২০ বছরের নিচে হতে হবে।

অযোগ্যতাঃ
১. কিশোর অপরাধে দণ্ডিত হলে আবেদন করতে পারবে না।
২. বয়স ২০ এর অধিক হলে আবেদন গ্রহণযোগ্য নয়।

  • বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
  •       01703083111,
  • দ্বীন মোহাম্মাদ সাব্বির,
  • কো-অরডিনেটর।
  • দৃষ্টি শিশুবার্তা।

আবেদন করার নিয়ম নিচে দেওয়া হলো
??????????

তারিখঃ
বরাবর,
সম্পাদক/কো-অরডিনেটর
দৈনিক দৃষ্টি প্রতিদিন
(শিশু বার্তা সেক্টর)
বিজিএমইএ কমপ্লেক্স, ৫ম তলা, কারওয়ান বাজার, ঢাকা।

বিষয়ঃ দৈনিক দৃষ্টি প্রতিদিননের শিশু বার্তা সেক্টরে শিশু সাংবাদিকতার সুযোগ চেয়ে আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, গত ১৯- জানুয়ারি-২০১৯ ইং ShishuBartaBD. gq ও dristynews24. com এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত হয়েছি। দৈনিক দৃষ্টি প্রতিদিনের শিশু সাংবাদিকতার জন্য বরাদ্দকৃত সেক্টর শিশু বার্তায় কিছু সংখ্যক শিশু সাংবাদিক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন শিশু সাংবাদিক প্রার্থী হিসেবে তথ্যসহ আবেদন প্রেরন করছি। প্রয়োজনীয় তথ্যাবলি নিচে উপস্থাপন করা হলো-

ব্যাক্তিগত তথ্যঃ

নামঃ(বাংলা)
(ইংরেজি ব্লক লেটার)
পিতার নামঃ
মাতার নামঃ
জন্মতারিখঃ
জাতীয়তাঃ
ধর্মঃ
বর্তমান ঠিকানাঃ
স্থায়ী ঠিকানাঃ
রক্তের গ্রুপঃ
অধ্যয়নরত শ্রেনী(২০১৯):
শিক্ষা প্রতিষ্ঠানের নাম,ঠিকানাঃ

শিক্ষাগত যোগ্যতা-
পি.এস.সিঃ
জে.এস.সিঃ

অভিজ্ঞতাঃ
প্রশিক্ষণঃ

যোগাযোগঃ–
ইমেইলঃ
মুঠোফোন নম্বরঃ

আতএব, মহোদয়ের সমীপে নিবেদন এই যে, উপরিউক্ত তথ্য বিবেচনায় আমাকে শিশু সাংবাদিক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি।

নিবেদক
নামঃ
জেলা