রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমের সময়সূচির প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
সোমবার (৪ মার্চ) অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ সংক্রান্ত পরিপত্র জারি করেছেন।
পরিপত্র থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় সূচি নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এ অবস্থায় রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পুনর্নির্ধারণের জন্য অনুরোধ করা হলো।
আপনার মতামত লিখুন :