“হাফেজার প্রেমে”


Admin প্রকাশের সময় : ২৬/১২/২০১৮, ১১:১১ PM
“হাফেজার প্রেমে”

“হাফেজার প্রেমে”

মোঃ রাকিবুল ইসলাম 
শিক্ষার্থীঃ নির্মাণ প্রকৌশল,সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
 একটি আশা, বেঁধেছে বাসা,
 আমার মনের কোণে।
 হাফেজা নারী,আসবে বাড়ি,
 থাকবে আমার সনে৷
শুন্য বক্ষ, পুর্ণ করে, 
 ছরিয়ে দেবে আলো।
হাফেজা মেয়ে, সবার চেয়ে,
 নবীকে বাসবে ভালো।
 সকালে রোজ, রাখবে খোজ,
 মলে দেবে কান। 
বলবে উঠে, জলদি ছুটে,
 মসজিদেতে যান।
 ফজর শেষে, পাশে বসে,
 তার তেলাওত শুনবো।
 রাত্রি বেলায়, তারার মেলায়,
 প্রেমের প্রহর গুণবো। 
মুচকি হেসে, আমার পাশে, 
সারা জীবন রবে।
 গভীর রাতে, আমার সাথে,
 তাহাজ্জুদের সঙ্গী হবে। 
আলতো করে, হাতটি ধরে,
 উরবো আকাশ পানে।
 মদিনায় গিয়ে, দরুদ শরীফ,
 পরবো নবীর শানে। 
কবর, হাশর, মিজান সিরাত
 করবো দুজন পার। 
নামাজ রোজা খুলে দেবে,
 জান্নাতের ঐ দ্বার।
 দুনিয়ার বুকে হাফেজা হবে,
 আমার ঘরের নুর। 
জান্নাতের মাঝে, আসবে কাছে,
 হয়ে ষোরশী হুর।