২১ দিন সব কোচিং বন্ধ রাখার নির্দেশ


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ০৫/০৯/২০২২, ৪:৩৫ PM
২১ দিন সব কোচিং বন্ধ রাখার নির্দেশ

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ড.শিক্ষামন্ত্রী বলেন,আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২২ সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ২১ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, এবারের এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে। পরীক্ষা ৩ ঘণ্টায় পরিবর্তে ২ ঘণ্টা হবে। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ২০ মিনিট।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের কয়েকটা জেলার বন্যা পরিস্থিতির অবনতি থাকায় ‍ পরীক্ষা স্থগিত করা হয়।