রাত পোহালেই এসএসসি পরীক্ষা


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ১৪/০৯/২০২২, ৯:০৪ PM
রাত পোহালেই এসএসসি পরীক্ষা

রাতে পোহালেই শুরু হবে এসএসসি পরীক্ষা।আগামীকাল বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

অন্যদিকে,দাখিল পরীক্ষার্থীরা কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীরা এদিনে বসবেন বাংলা-২ পরীক্ষায়।

চলতি বছরের এ পরীক্ষায় ২০ লাখ ২১ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ১ অক্টোবর পর্যন্ত এসএসসি এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা চলবে। আর ৩ অক্টোবর পর্যন্ত চলবে দাখিলের লিখিত পরীক্ষা। ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে এসএসসি এবং দাখিলের ব্যবহারিক পরীক্ষা চলবে। আর ২ থেকে ১০ অক্টোবরের মধ্যে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

২০২২ খ্রিষ্টাব্দের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। চলতি বছরের এসএসসি ও সমমানে প্রতিটি পত্রের পরীক্ষার জন ২ ঘণ্টা করে সময় পাবেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২০ মিনিট নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের আর ১ ঘণ্টা ৪০ মিনিট রচনামূলক অংশের পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন তারা। আর প্রচলিতভাবে সকাল ১০টা থেকে পাবলিক পরীক্ষাগুলো শুরু হলেও এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। আর পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে ইতোমধ্যে সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

বৈরি আবহাওয়ার বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান,বৈরি আবহাওয়ায় বৃষ্টিবাদল থাকলেও এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নেই কোন অনিশ্চয়তা।তিনি আরো বলেন,যথারীতি পরীক্ষা শুরু করা যাবে।

এছাড়া পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টিবাদলে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কেন্দ্রের কোনো সমস্যা হচ্ছে না। আশা করা যাচ্ছে, পরীক্ষার্থীদের যাতায়াতেও কোনো সমস্যা হবে না। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এ পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁসের গুজবসহ যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।