হুইলচেয়ার পেল প্রতিবন্ধী রাজিয়া


মো: আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ: প্রকাশের সময় : ২৬/০৯/২০২২, ৮:২০ PM
হুইলচেয়ার পেল প্রতিবন্ধী রাজিয়া

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজিয়া সুলতানা (৭) নামের একজন একজন দিন মুজুরের প্রতিবন্ধী কন্যাকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছে সেচ্ছাসেবা ভিত্তিক সংগঠন স্বপ্ন নিয়ে পথচলা

রাজিয়ার ছোটো বেলা থেকেই নানা প্রতিবন্ধকতায় কেটেছে দীর্ঘদিন। দিন মুজুর বাবার একটি হুইল চেয়ার কেনাও ছিল সাধ্যের বাহিরে। তাই নাফিসা আনজুম খান এর অর্থায়নে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রায়গঞ্জের বাশুরি গ্রামের এই হুইল চেয়ার পৌছে দেন স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্যারা।

এসময় উপস্থিত ছিলেন, স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, কাজল দাস, সাইদুল ইসলাম, মো: জামিরুল ইসলাম, এস এম আতাউর রহমান ও শেখ নয়ন সহ অন্য সদস্যরা।

হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা রাজিয়া সুলতানা ও তার পরিবার।

স্বপ্ন নিয়ে পথচলা সংগঠন এর প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী বলেন, গরীব অসহায় সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এসময় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ রেখে, মানবিক কাজে এগিয়ে চলার আহবান জানান তিনি।

এভাবেই দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদেরকে হুইল চেয়ার প্রদান ও অসহায় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের স্বপ্ন নিয়ে পথচলা নামের মানবসেবামূলক এই সংগঠনটি।