আব্দুল্লাহ আল শিহাব :
বিগত দুই বছরে ঈদের আনন্দ ম্লান করে দিয়েছিল মহামারি করোনাভাইরাস। দীর্ঘ দুই বছর পর এবার করোনামুক্ত ঈদ-উল-আযহা পালিত হচ্ছে সারাদেশে। মাঠে থাকবে না কোন বিধি-নিষেধ তেমন কোন বাধা বিপত্তি। তাই সবার মন যেন এক অন্য রকম স্নিগ্ধতা লক্ষ কার গেছে। এবং শিশুদের মধ্যে বাঁধবাঙা আনন্দ যেন আরও নতুন রঙে সাজিয়ে এবারের ঈদের পরিবেশ। শিশু বার্তা’র কাছে লকডাউন মুক্ত ঈদ উদযাপনের আনন্দ অনুভূতিগুলো প্রকাশ করেছে শিশুরা।
’আমরা আগেরবার মাঠে নামাজ পড়তে পারিনি । এবার বিধিনিষেধ নেই তাই নামাজ পড়তে পারব।’ – এভাবেই নিজের অনুভূতিগুলো শিশু বার্তাকে জানিয়েছেন সাত বছর বয়সি মিনহারুল ।
বর বছর বয়সী শিশু তিশা জানায় ,এবার ঈদে লকডাউন নেই ,নেই বিধি-নিষেধ। আমরা মুক্তভাবে ঘুরতে পারবো। কোরবানি ঈদে অত্মীয়রা বাড়িতে আসে। গতদু’বছর করোনার জন্য তারা আসতে পারেননি এবার সবাই আসবে, খুব মজা হবে।
নিশি (৯) জানায় , এবার যেহেতু করনার তেমন প্রভাব নেই তাই খুব মজা হবে। শিশুরা এবার বিধিনিষেধ ছাড়া ঈদ-উল-আযহা পালন করতে পারবে বলে তারা আনন্দিত।
সরকারি কোন বিধি-নিষেধ না থাকায় এবং আবহাওয়ার স্বাভাবিক পরিস্থিতি এবারের ঈদকে নতুন রুপে রাঙ্গিয়ে তুলেছে। তাই এমনভাবে ঈদ উদযাপন করতে পেরে স্বাভাবিক সময়ের মতো আনন্দ হিল্লোলে মুখরিত দেশের শিশুরা ।
আপনার মতামত লিখুন :