টাঙ্গাইলে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ০৪/০৩/২০২১, ৫:১৮ PM
টাঙ্গাইলে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন  সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।বহস্পতিবার(৪ মার্চ) সকালে প্রেস ক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গণি এ প্রতিযোগিতার শুভ উদ্ভোদন করেন।

প্রতিযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।প্রতিযোগী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ দলের মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রেস ক্লাব এর সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত সমকাল পত্রিকার সাংবাদিকবৃন্দ।