সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
Admin
প্রকাশের সময় : ০১/০৭/২০২২, ৬:৪৬ PM
বিশেষ সংবাদদাতা (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শিক্ষার্থী সাগরের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সরকারি টেকনিক্যাল কলেজ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী জাহিদুল হক, কর্মচারী বিভাগের প্রধান সহকারী মোঃ আব্দুস সবুর তালুকদার প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (২৯ জুন) সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ সাগর (১৫) বাংলা দ্বিত্বীয়পত্র পরীক্ষা শেষে বাড়িতে ফিরছিলেন। কালীবাড়ি মসজিদ সন্মুখস্থ ঘোষপাড়া রোড়ে পৌছলে কতিপয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে সাগরকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় সাগরের আত্নচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর ফজিলাতুন্নেসা মুজিব মেডিক্যাল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা সাগরের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর।
হামলার শিকার সাগর সেখ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের মানিক দাউড় গ্রামের মোঃ হালিম সেখের ছেলে।#
Post Views:
471
আপনার মতামত লিখুন :