ছড়া: কন্যা শিশু


Admin প্রকাশের সময় : ১১/১০/২০২০, ১০:১০ AM
ছড়া: কন্যা শিশু

 কন্যা শিশু

নিলুফার জাহান, চট্টগ্রাম

মায়ার ভরা কন্যা আমার

সোহাগ ভরে আমায় ডাকে

ভীষণ ভালো লাগে আমার

কন্যা যদি কাছেই থাকে

একটু বকা দিলেই তারে

অমনি দেয় কান্না জুড়ে

আদর করে ডাকলে কাছে

দৌড়ে আসে পুতুল ছুঁড়ে

দেখো, আমার বর পুতুলটা

হাতের থেকে গেলোই পড়ে

ভেঙ্গে গেলো আমার বরটা

কনের বিয়ে দেই কী করে?

কন্যা নিয়ে দোকান থেকে

বর পুতুলটা দিলাম এনে

এমনি শত বায়না করে

মেয়েটা রাখে মায়ায় টেনে

গলাটা ধরে ঘুমায় কাছে

বাবার জন্য অধীর থাকে

খাবার খেতে বায়না ধরে

আধো কথায় মাতিয়ে রাখে