জিপিএ-৫ পেয়েও কলেজে ওঠা হলো না শাওনের


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ০৯/০৮/২০২৩, ১:১৩ AM
জিপিএ-৫ পেয়েও কলেজে ওঠা হলো না শাওনের

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাওন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে নিজ ঘরে আইপিএস মেরামত করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।

নিহত শাওন উপজেলার জোড্ডা (পূর্ব) ইউনিয়নের পানকরা গ্রামের উত্তরপাড়া সরদার বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ১০ আগস্ট অনলাইনে আবেদনের প্রস্তুতিও নিচ্ছিল। এর আগেই দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেল। ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ মা-বাবা।

নিহতের পরিবার থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাদের ঘরে আইপিএস লাইনটিতে সমস্যা দেখা দেয়। সোমবার দুপুরে শাওন আইপিএস লাইনটি মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক বাড়ির লোকজন এবং স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সংবাদ জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তার সহপাঠি, আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

কুমিল্লা/এমএএন/ডিএমএস