শিশু বার্তা প্রতিনিধি,বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৫০০টি ফলজ গাছ রোপনের কর্মসূচির আয়োজন করেছে তরূণ সংগঠন ইয়ুথ ফোরাম ফর সোশাল জাস্টিস । এ কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসাবে ছিল জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়। তিনি উক্ত কর্মসূচি আয়োজন করায় এ তরূণদের সাধুবাদ জানান ।
আরো উপস্থিত ছিলেন তরুণ সংগঠক, ইয়ুথ ফোরাম ফর সোশাল জাস্টিস এর কেন্দ্রীয় সভাপতি ও ইয়ুথনেটে কেন্দ্রীয় সদস্য মোঃ আল শাহরিয়ার ফাহিম।তিনি জানান পরিবেশ রক্ষায় পরর্বতী আরো কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ থাকে যে, জলবায়ু সুরক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে তারা বেশ কিছু কার্যকম করছেন। এর মধ্যে রয়েছে জলবায়ুর ন্যায্যতা দাবিতে মানববন্ধন, পথযাত্রা, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, অনলাইন স্ট্রাইক।
উক্ত কার্যকমে আরো উপস্থিত ছিলেন, ইয়ুথ ফোরাম ফর সোশাল জাস্টিস এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌরভ দাস শুভ, সনৎ, লামিয়া, আবির সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :