আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল


শিশু বার্তা ডেস্ক প্রকাশের সময় : ১২/০৫/২০২৪, ৮:২৮ AM
আজ প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে তা একযোগে প্রকাশিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ শিক্ষার্থীদের পরীক্ষা হয় মোট ৩ হাজার ৭০০ কেন্দ্রে। তবে গত বছরের চেয়ে এবার ৪৭ হাজার ৯৭১ পরীক্ষার্থী কম ছিল।