শিশুদের কাছে মাদক বিক্রি বন্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো এনসিটিএফ সিরাজগঞ্জ


সিরাজগঞ্জ সংবাদদাতা প্রকাশের সময় : ০৫/০৫/২০২৪, ৪:৩৯ PM
শিশুদের কাছে মাদক বিক্রি বন্ধে জেলা প্রশাসককে  স্মারকলিপি দিলো এনসিটিএফ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার শিশু-কিশোরদের কাছে মাদক বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও এ্যাভোকেসিকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)।

রোববার (৫ মে) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন এনসিটিএফ সিরাজগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির শিশুরা।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এনসিটিএফ সিরাজঞ্জের সভাপতি জান্নাতুল শিফা, সাধারণ সম্পাদক তাহসান আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন। এসময় শিশুদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা ভলানটিয়ার নাজমুল হাসান ও বৃষ্টি খাতুন।

স্মারকলিপিতে শিশুরা বলেন, আমরা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলার সকল শিশুদের পক্ষ থেকে বিভিন্ন সময় জেলায় ঘটে যাওয়া শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করছি। শিশু ধর্ষক, নির্যাতনকারী এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং জেলাব্যাপী বাল্যবিবাহ ও মাদক বিরোধী অভিযান জোরদার করার দাবি জানাচ্ছি।

জেলা প্রশাসককে উদ্দেশ্য করে শিশুরা আরও উল্লেখ করেন, আপনি অবগত রয়েছেন যে, শিশু ও যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার মাদক। আর মাদকের শুরু হয় বিড়ি-সিগারেট দ্বারা। মাদকের গ্রহণের ১ম ধাপই হল বিড়ি/সিগারেট। এটি বন্ধ করা না গেলে আগামীর ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হবে। লালমনিরহাট জেলায় সকল প্রকার দোকানে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের নিকট বিড়ি/সিগারেট বিক্রয় বন্ধ করতে নিদেশনা জারি সহ লিফলেট, পোস্টার সাঁটানো ব্যবস্থা করে, মাইকিং করে এবং এ ধরনের ঘটনা ঘটলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের নিকট বিড়ি/সিগারেট বিক্রেতার শান্তি প্রদান করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, বাল্যবিবাহ, মাদক, শিশু নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যৎ কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়। এছাড়াও জেলার সকল স্কুল কলেজের গেইট ও আশেপাশের এলাকায় এমনকি অন্যান্য দোকানেও যাতে অপ্রাপ্ত বয়স্ক বা শিশু-কিশোরদের নিকট বিড়ি-সিগারেট বিক্রয় করতে না পারে সেজন্য প্রচরণা ও আইনের প্রয়োগ নিশ্চিতসহ জেলার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপনের জোড় দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। শিশুদের দ্বারাই গঠিত ও পরিচালিত এই সংগঠনটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় ৬৪টি জেলায় শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে।