মো: নাজমুল হাসান সেখ,শিশু বার্তা প্রতিনিধি:মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে না। তাই এবারের ডিজিটাল মেলা হচ্ছে অনলাইন প্লাটফরমে । প্রতিটি জেলার ডিজিটাল মেলার লিংক এ ভিজিটরের সংখ্যা অনুযায়ী জেলাগুলোকে এবারের চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে। ডিজিটাল মেলার অংশ হিসেবে এবার কিশোরসহ সকলের জন্য ডিজিটাল মেলার কুইজ প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান জেলার সকল শিশু কিশোরসহ সবাইকে ডিজিটাল মেলার কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে আহবান করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান জানিয়েছেন তিনি জানিয়েছেন, ডিজিটাল মেলায় সিরাজগঞ্জ জেলাকে এগিয়ে নিতে শুধু শেয়ার নয়, মেলার এই লিংকে http://www.sirajganj.gov.bd/site/view/digitalfair2020 সকলের ভিজিট করতে হবে। এর উপর নির্ভর করবে সিরাজগঞ্জ জেলার চ্যাম্পিয়নশিপ
পুরস্কার হিসেবে ১ম জনকে- ২০০০ টাকা, ২য় জনকে – ১৫০০ টাকা, ৩য় জনকে – ১০০০টাকা প্রাইজ মানি দেওয়া হবে
কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণের নিয়মাবলীঃ
১। ডিজিটাল মেলা ২০২০ এর “শিক্ষা ও কর্মসংস্থান” প্যাভিলিয়নের আওতায় শিক্ষা ট্যাবের ভিতরে (এই লিংকেঃনhttp://www.sirajganj.gov.bd/site/view/digitalfair_edu_emp/Education) কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণেরর জন্য গুগল ফর্মের লিংক দেয়া আছে। গুগল ফর্মঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKIZxH5LGG6TLzZXm6RZuKWBOZhTO0G722__Qyeepq6WtuVg/viewform
২। ফর্মের লিংকে ক্লিক করে ফর্মে গিয়ে আপনার নাম, পুরস্কারের অর্থ গ্রহণের মাধ্যম/বিকাশ/রকেট/শিওর ক্যাশ অপশন পছন্দ করে মোবাইল নম্বরটি প্রদান করুন।
৩। কুইজের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে আপনার উত্তর জমা দিন।
৪। একজন ব্যবহারকারী সর্বোচ্চ একবার উত্তর জমা দিতে পারবেন (একাধিকবার উত্তর জমা দেওয়ার তথ্য প্রমাণিত হলে পুরস্কারের অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন)।
৫। সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বার প্রাপ্তকারীদের মাঝ থেকে লটারির মাধ্যেমে তিন জন বিজয়ী নির্বাচন করা হবে।
৬। যেহেতু এটি উন্মুক্ত প্রতিযোগিতা, সেহেতু দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে এই কুইজে অংশগ্রহণ করা যাবে।
৭। উত্তর জমাদানের শেষ সময় ৩০ জুন ২০২০ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
আপনার মতামত লিখুন :