কিশোরগঞ্জে তরুণ সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার মাক্স বিতরণ


Admin প্রকাশের সময় : ২৯/০৬/২০২০, ২:২৬ AM
কিশোরগঞ্জে তরুণ সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার মাক্স বিতরণ

ডেস্ক রিপোর্ট:
প্রগতিশীল তরুণ স্বেচ্ছসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ঢাকা জেলা শাখার শাখার উদ্যোগে ২৩,২৪,২৫ ও ২৬ই জুন মঙ্গলবার,বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার এই ৪দিন ব্যাপি কিশোরগঞ্জ জেলার ভৈরব,কুলিয়ারচর,বাজিতপুর,কটিয়াদি এলাকায় বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়

বিতরণকালে সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স পরিধান করে ও ১মিটার দুরত্ব বজায় রাখা হয়

সৎ ইচ্ছার জাগরণকারী এই স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের ৬৪জেলায় একাধারে সক্রিয়ভাবে করোনা যুদ্ধে অংশগ্রহন করছে  বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা তারুণ্যের এই সংগঠন সর্বদা প্রস্তুত থাকবে জনমানুষের কল্যাণে