এইচএসসি পরীক্ষার বিষয় কমানো হতে পারে: ডাঃ দীপু মনি


Admin প্রকাশের সময় : ২৮/০৬/২০২০, ১:৫৬ AM
এইচএসসি পরীক্ষার বিষয় কমানো হতে পারে: ডাঃ দীপু মনি


শিক্ষা ডেস্ক:

নভেল করোনাভাইরাসের কারণে আটকে থাকা ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সংখ্যা কমিয়ে এনে কম সময়ে তা শেষ করার কথা ভাবছে সরকার গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছে তখন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধকরোনাভাইরাসের প্রাদুর্ভাব কবে শেষ হবে, তার কোনো আভাস মিলছে না বলে এই পরীক্ষা নিয়ে দুর্ভাবনায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা

শনিবার এডুকেশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব) আয়োজিত ভার্চুয়াল সেমিনারে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ‘এইচএসসি পরীক্ষার নেয়ার পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে আমি আগেও বলেছি যখনই অনুকূল পরিস্থিতি হবে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নিতে পারব এই ১৫ দিন শিক্ষার্থীদের নোটিস দিতে হবে কারণ তাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে

বর্তমান পরিস্থিতিতে সিলেবাস কমিয়ে আনার কথা কেউ কেউ বললেও তা নাকচ করেন শিক্ষামন্ত্রী তিনি বলেন, ‘এবারের এইচএসসির সিলেবাস কমানোর কোনো যৌক্তিকতা নেই, কারণ তারা (শিক্ষার্থী) তাদের তো তাদের সিলেবাস সম্পন্ন করেছে’‘এখন হতে পারে, যে হ্যাঁ, পাবলিক পরীক্ষা (এইচএসসি) আমরা কম সময়ে করতে পারি কি না, কম সংখ্যক পরীক্ষা নিতে পারি কি না- আমরা সবকিছুই কিন্তু ভাবছি

সি/এন/আর: https://shikshabarta.com/