শিশু বার্তা প্রতিনিধি:
ঈদের সালামির টাকায় দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করেছে এক কলেজ শিক্ষার্থী । গত রবিবার (৩১মে) ভোলা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) তার ঈদের সালামির টাকা দিয়ে দরিদ্র এবং অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সুরক্ষা সামগ্ৰী বিতরণ করেন।
এসময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে দরিদ্র এবং অসহায় মানুষের সচেতন করেন এবং সরকারের যাবতীয় নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহবান জানান।
কলেজ শিক্ষার্থী সিয়ামের বাবা-মা বলেন, সিয়ামের এই উদ্যোগটি আমাদের কাছে প্রশংসনীয়। সিয়াম যাতে ভবিষ্যতে সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে আমরা এমনটিই কামনা করছি।
মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) জানান, পড়ালেখার পাশাপাশি সবসময় আমি দরিদ্র এবং অসহায় মানুষের পাশে থাকব ও দরিদ্র এবং অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
আপনার মতামত লিখুন :