কামারখন্দ উপজেলায় এসএসসি রেজাল্টে এগিয়ে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়


Admin প্রকাশের সময় : ০১/০৬/২০২০, ৮:১১ PM
কামারখন্দ উপজেলায় এসএসসি রেজাল্টে এগিয়ে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়


মোঃ নাজমুল হাসান, শিশু বার্তা প্রতিনিধি:

অন্যান্য বছরের তুলনায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফলের মাইলফলক নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় l

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সবচেয়ে দূরে ও অবহেলিত বিদ্যালয় ছিল এটি তবে প্রতিটি শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়টি ধীরে ধীরে সাফল্যের মূল গন্ডিতে পৌছে গেছে

২০২০ সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে অংশ নেয় ১১৯ জন শিক্ষার্থী সাফল্যের সাথে জিপিএ ৫ অর্জন করে ১০ জন শিক্ষার্থী ও গড় পাশেহ হার ৯৬.৭৫ শতাংশ এরকম সাফল্যে গর্বিত শিক্ষক, শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ

বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ আব্দুল মালেক সেখ জানান, আমাদের মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ের প্রতিটি পাবলিক পরিক্ষার ফলাফল অন্যান্য বছরের তুলনায় ভালো করা আমরা মূলত সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি

কামারখন্দ উপজেলায় নয় সিরাজগঞ্জ জেলার মধ্যে অত্র বিদ্যালয়টিকে লেখাপড়ার সাফল্যে আলোকিত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোঃ ইয়ামিন হোসেন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কামারখন্দ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জীবন কুমার সাহা জানান, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আমরা প্রতি বছর নতুন রুপে সাজায় আমরা কোথায় দূর্বল সেটা বের করে নতুন করে সেড়ে উঠি সাফল্যের জন্য প্রতিটি শিক্ষক তাদের সেরাটা দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া করায় আমাদের এরকম সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে