শিশু বার্তা ডেস্ক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিশু বার্তার বিশেষ আয়োজন “কোয়ারেন্টাইন ঈদ আনন্দ” আগামী কাল বিকাল ৩:০০ ঘটিকায় শিশু বার্তার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এতে অংশ নেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শিশু কিশোর। অনুষ্ঠানটির উপস্থাপনা করবে শিশু বারতা সংবাদমাধ্যম এর প্রকাশক ও প্রধান সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বির।
অনুষ্ঠানটির স্পন্সর করবে সেভ দ্য বাংলা ফাউন্ডেশন ও শিশুর আলো ফাউন্ডেশন।
শিশু বারতার প্রধান সম্পাদক জানিয়েছেন, কোয়ারেন্টাইনে শিশুদের একটু বিনোদন দিতে এই আয়োজন। এবং শিশুদের কোয়ারেন্টাইন ঈদের একগুয়েমি দূর করতেই এই আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :