নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন
Admin
প্রকাশের সময় : ২৪/০৫/২০২০, ৮:২৮ PM
শেখ মাজহারুল ইসলাম সোহান,শিশু বার্তা প্রতিনিধি,টাংগাইলঃ
টাংগাইলে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে শিশুদের জন্য ফাউন্ডেশন। আজ ২৩/০৫/২০২০ তারিখ ইং শনিবার,টাংগাইল সদরের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে শিশুদের জন্য ফাউন্ডেশন।
এ সময় সংগঠনের সদস্যরা সদর এলাকার আশেকপুর বস্তি,ডিস্ট্রিক্ট বস্তি,খানপাড়া ও করটিয়ায় ৭০ টি পরিবারকে এ উপহার সামগ্রী বিতরণ করে।
এছাড়া শিশুদের জন্য ফাউন্ডেশন কে ২০ টি পরিবারের ঈদ উপহার প্রদানের জন্য অর্থ সহায়তা করেছে হাসিমুখ_ফাউন্ডেশন।
প্রত্যেক পরিবারকে চিনিগুড়া চাল,সেমাই,দুধ,
চিনি,তেল,পিয়াজ ও একটি করে মোরগ উপহার দেয়া হয়।
শিশুদের জন্য ফাউন্ডেশন করোনা মহামারী ও রমজান উপলক্ষে প্রায় ৮০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়া প্রতিদিন ইফতার আয়োজন করছে শতাধিক মানুষের,পুরো রমজানে প্রায় ৫ হাজার মানুষকে ইফতার করিয়েছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
Post Views:
84
আপনার মতামত লিখুন :