টাংগাইলে এইচএসসি পরিক্ষার্থী এলেক্স’র নিজ উদ্যেগে ইফতার বিতরণ


Admin প্রকাশের সময় : ০৪/০৫/২০২০, ১২:১৪ AM
টাংগাইলে এইচএসসি পরিক্ষার্থী এলেক্স’র নিজ উদ্যেগে ইফতার বিতরণ

শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশুবার্তা প্রতিনিধি,টাংগাইল:
টাংগাইল কেন্দ্রীয় শহীদ মিনার সহ শহরের বেশ কিছু স্থানে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন এইচএসসি পরিক্ষার্থী “এ্যালেক্স”। এবং সহযোগিতা করছেন আবদুল্লাহ,রাফি এবং রিফাত
4 মে (সোমবার) তারা টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যসহ, সাধারণ এবং অসহায় মানুষের মাঝে প্রায় শতাধিক প্যাকেট ইফতার বিতরণ করেন
এই বিষয়ে এইচএসসি পরিক্ষার্থী  এ্যালেক্স বলেন, আমরা বেশ কিছু দিন আগেও বন্ধুরা মিলে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং  তারই একটি অংশ হিসেবে আজ আমার নিজ উদ্যেগে এই ছোট্ট প্রচেষ্টার  ইফতারে আয়োজন