বগুড়ার সোনাতলায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিল একঝাঁক তরুণ শিক্ষার্থী


Admin প্রকাশের সময় : ২৮/০৪/২০২০, ১:৩০ PM
বগুড়ার সোনাতলায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিল একঝাঁক তরুণ শিক্ষার্থী

শাহরিয়ার হাসিব শিশু বার্তা শিশু বার্তা প্রতিনিধি,বগুড়া:
পবিত্র রমজান মাসে করোনার এই সংকটময় সময়ে খেঁটে খাওয়া মানুষগুলো কাজ করতে না পেরে যখন দুর্বিষহ জীবনযাপন করছে ঠিক তখনই তাদের বাড়িতে রমজানের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে একঝাঁক তরুণ শিক্ষার্থী লকডাউনের এই সময়ে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার করে বন্ধুদের সাথে যোগাযোগ করে অর্থ সংগ্রহ করে এই উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে সোনাতলা উপজেলার ২০১৯ শিক্ষাবর্ষের এসএসসি ব্যাচ লুব্ধক

এই কাজের সমন্বয়ক শাহনেওয়াজ শিহাব জানান- উদ্ভূত করোনা পরিস্থিতিতে সমাজের দিনমজুর মানুষগুলো ক্ষুধায় কাতর হয়ে আছে তখনই আমরা ভেবেছি আমরা আমাদের অবস্থান থেকে এই মানুষগুলোর জন্য কীভাবে সহযোগিতা করতে পারি তারপর আমাদের ব্যাচের শিক্ষার্থীদের সাথে ফেইজবুকে যোগাযোগ করে অর্থ সংগ্রহ শুরু করি এক সপ্তাহ অর্থ সংগ্রহ শেষে উপজেলার ২৫টি গ্রামে পহেলা রমজান থেকে বিতরণ করা হয় রমজানের উপহার সামগ্রী আমরা চাই দেশ ও জাতির এই ক্রান্তিকালে সকলেই নিজ নিজ অবস্থান থেকে অপরের সেবাই এগিয়ে আসুক ।