কর্মহারা মানুষদের মাঝে বি.এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম ব্যাচের খাদ্য সামগ্রী বিতরণ
Admin
প্রকাশের সময় : ১৬/০৪/২০২০, ১১:৪৮ AM
বিশেষ প্রতিনিধি:
বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা করোনা ভাইরাস একটি মহামারী তে রূপ নিয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ভয়ংকর আঘাত হেনেছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার সকল শিক্ষা,বানিজ্যিক,কর্ম প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। যার ফলে কর্ম হারা হয়েছেন অসংখ্য দিনমজুর খেটে খাওয়া মানুষ। সেই পরিপ্রেক্ষিতে গতকাল সিরাজগঞ্জ তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি এল সরকারি উচ্চ বিদ্যালয়,সিরাজগঞ্জ এর এস.এস.সি-২০১৯ (১৫০তম) ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় তারা সিরাজগঞ্জ পৌরসভা সহ নলকা,নলছা,ফরিদপুর,রায়গঞ্জ সহ বেশ কিছু এলাকায় ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন । যার ফলে উপকৃত হয় প্রায় ৩ শতাধিক কর্মহারা,দুস্থ,অসহায় মানুষ। এসময় উপস্থিত ছিলেন বিএল-২০১৯ ব্যাচের সকল ব্যাচ প্রতিনিধি সহ ২০১৯ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
তাদের মধ্যে টিএম মুস্তাক শাহরিয়ার শুভ জানান, তাদের ব্যাচ থেকে এমন একটি সময় উপযোগী উদ্যোগ নিতে পেরে তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত । এছাড়াও তিনি আশা ব্যাক্ত করেন যে তাদের দেখে অন্য সকল ব্যাচ এমন উদ্যোগ গ্রহন করে অসহায় দুস্থ কর্মহীন মানুষদের পাশে দাঁড়াবেন। এবং ধন্যবাদ জানান তাদের সিনিওরদের যাদের পরামর্শ এবং অনুপ্রেরণায় তারা এই কাজের সাহস পান৷
এছাড়াও সুলতানুল আরেফিন তাদের এই কাজের সকল সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এসকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ৷ ভবিষ্যতে তারা এই ধরনের কর্মসূচি গ্রহন করতে গ্রহন করতে প্রস্তুত আছে। দেশের ক্রান্তিলগ্নে যেকোনো সামাজিক কাজে অংশ নিতে তাঁরা সদা প্রস্তুত বলে জানান তিনি।
Post Views:
78
আপনার মতামত লিখুন :