শিশু বার্তা ডেস্কঃ
শনিবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিং এ বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে। নতুন আক্রান্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে আক্রান্ত দাঁড়িয়েছে ৭০ জনে।
এসময় তিনি জানান, নতুন করে করোনা আক্রান্ত নয়জনের দুইজন শিশু। তাদের বয়স ১০ বছরের নিচে।
এছাড়া তিনজনের বয়স ২০ থেকে ৩০। দুজনের বয়স ৫০ থেকে ৬০। একজনের বয়স ৬০ থেকে ৭০। একজনের বয়স ৯০।
আপনার মতামত লিখুন :