অসহায়দের বাড়িতে পৌছে যাচ্ছে খাদ্য সামগ্রী
Admin
প্রকাশের সময় : ০২/০৪/২০২০, ১:৫১ PM
নাজমুল হাসান অনিক, সিরাজগঞ্জ: করোনা ভাইরাস মোকাবেলায় প্রায় ১০ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্দ্যেগ নিয়েছেন সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাত।
এরই ধারাবাহিকতায় সংসদীয় আসনের ভদ্রঘাট ইউনিয়নের ৩০০জন অসহায়দের মাঝে হাবিবে মিল্লাতের আদেশক্রমে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগ। রাত কিংবা দিন সবসময় অসহায়দের বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন নেতাকর্মীরা।
গতকাল বুধবার বিকেল থেকে শুরু হয়েছে ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম। জানা যায়, করোনার প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ভদ্রঘাট ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক টি. এম. মোস্তফা জয়, ছাত্রলীগ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবির খান প্রমু্খ।
টি. এম. মোস্তফা জানান,আমরা কাজ করে যাচ্ছি। করোনার প্রকোপে মানুষের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। এর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমরা অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেব।
Post Views:
97
আপনার মতামত লিখুন :