ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে দূরত্ব নির্ণয় চিহ্ন আঁকার কার্যক্রম


Admin প্রকাশের সময় : ৩১/০৩/২০২০, ৬:১২ PM
ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে দূরত্ব নির্ণয় চিহ্ন আঁকার কার্যক্রম

মো.মাহিন সরকার, শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনা সচেতনতায় চলছে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম। গত শনিবার(২৮ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন কে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম চালাতে দেখা যায়।
এ সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে ,শহরের চৌরাস্তায়, রোড বাজার সহ বিভিন্ন এলাকায় ঔষধ (ফার্মেসি) ও নিত্য প্রয়োজনীয় দোকান গুলোর সামনে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা হচ্ছে।
এসময় নির্বাহী ম্যাজিসট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধের দোকান গুলোর সামনে দূরত্ব নির্ণয় চিহ্ন আঁকার জন্য উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।