করোনা আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত


Admin প্রকাশের সময় : ২৪/০৩/২০২০, ৫:৫৯ PM
করোনা আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি  ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত


শিক্ষা ডেস্কঃ
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের পরিস্থিতি অবনতির দিকে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও নয় দিন বাড়িয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে মঙ্গলবার এক সভায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও এখন তা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।