সানজিদুল ইসলাম,শিশুবার্তা প্রতিনিধি,ভোলা:
করোনা প্রতিরোধে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও শিশু সংগঠন লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট, বাংলাদেশ। গত রবিবার (২২ই মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ মহোদয়ের অনুমতি নিয়ে ফ্যাশন স্কয়ারে ডিজিটাল এলইডি টিভিতে সচেতনতামূলক কার্যক্রমটি পরিচালনা করেন।
এসময় ফ্যাশন স্কয়ারে করোনা ভাইরাস প্রতিরোধে ভিডিও চিত্র প্রদর্শন করা এবং এর মাধ্যমে করোনা সচেতনতায় করনীয় বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছে নানান শ্রেণীর পেশাজীবি মানুষ।
পরে,স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেনীর মানুষ ফ্যাশন স্কয়ারে করোনা ভাইরাসের সচেতনতামূলক ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের জন্য সামাজিক সংগঠন ইয়ুথনেট ও লিটল সিটিজেন্স বাংলাদেশের সকল সদস্যদের প্রসংসা করেন।
ইয়ুথনেটের উদ্দোগে এই কার্যক্রমটি পরিচালনায় ছিলেন লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট ও ইয়ুথনেট চরফ্যাসন’র অ্যাম্বাসেডর সানজিদুল ইসলাম, ইয়ুথনেট সদস্য মোবাশ্বের আলম নিশাত,মাহিমা চৌধুরী সানজা, গোলাম মাহমুদ, আল-নাইচ ফারদিন।
আপনার মতামত লিখুন :