“কোভিড-১৯” মাস্ক ব্যাবহার করব যেভাবে- WHO
Admin
প্রকাশের সময় : ২৩/০৩/২০২০, ১১:৫৭ PM
সারা বিশ্বের এক আতংকের নাম করোনা ভাইরাস।।। সর্বপ্রথম চিনের উহান প্রদেশে করোনা ভাইরাসে অক্রান্ত রোগি পাওয়া যায়। এরপর ধিরে ধিরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই করোনা ভাইরাস। চিনে করোনা ভাইরাসের প্রভাব কমলেও সারা বিশ্বে এর দাপট বেড়েই চলছে। বিশেষত ইতালিতে খুবই মারাত্নক অবস্থা বিরাজমান চলছে। বাংলাদেশে প্রতিদিনেই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা। বাংলাদেশে ৩৩ জন আক্রান্ত তার মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছে ১০ বছরের নিচে ৩ জন করোনায় আক্রান্ত- সুত্র আইডিসিআর। সারা বিশ্বে ৯৯০০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। কোভিড-১৯ থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই সচেতন হতে হবে। যেহেতু এর কোনো প্রতিশেধক আবিস্কৃত হয়নি সেহেতু আমাদের বেশি সচেতন হতে হবে।
করোনায় আক্রান্তের লক্ষণসমুহ:
সর্দি,
কাশি,
গলা ব্যাথা,
জ্বর,
শ্বাসকষ্ট।
যারা ডায়াবেটিস, বা অন্যান্য রোগে ভুগছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
মাস্ক ব্যাবহার এর নিয়মঃ
১. করোনা আক্রান্ত রোগির সেবা করলে।
২. হাচি বা কাশি দিলে।
৩. মাস্ক পরিধানের সময় পরিস্কার মাস্ক ব্যবহার করতে হবে।
৪. মুখ ও নাক ভালো করে ঢাকতে হবে যেন মাস্ক ও মুখের মদ্ধে কোনো ফাকা না থাকে।
৫. হাত না ধুয়ে মাস্ক স্পর্শ করা যাবেনা।
৬. হাত সাবান দিয়ে পরিস্কার করে মাস্ক খুলতে হবে
৭. মাস্ক খুলে যত তারাতারি সম্ভব পরিস্কার করতে হবে।
সংগ্রহেঃ শিশুবার্তা প্রতিনিধি,মো: আব্দুল্লাহ বিন সিরাজ,
Post Views:
104
আপনার মতামত লিখুন :