সিরাজগঞ্জে দুই শিশুসহ ৬ জন আগুনে দগ্ধ


Admin প্রকাশের সময় : ২৪/০২/২০২০, ১২:৩৭ AM
সিরাজগঞ্জে দুই শিশুসহ ৬ জন আগুনে দগ্ধ

সাদিয়া মাম শৈলী, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্না ঘরে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  
এ সময় মেহেদি হাসান সুমাইয়া খাতুন নামে ও দুই শিশু আহত হয় । আরদগ্ধ হন- দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৬০), ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫৫) তাদের ছেলে ছাইদুল ইসলাম (৩৮), ছাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩৫),। 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
দগ্ধ অবস্থায় দুই নারী ও দুই শিশুসহ ছয়জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।