বিশ্ব নবী (সাঃ) কে কটুক্তি : শিক্ষার্থীদের প্রতিবাদ


Admin প্রকাশের সময় : ১৫/০৬/২০২২, ১:৫২ PM
বিশ্ব নবী (সাঃ) কে কটুক্তি : শিক্ষার্থীদের প্রতিবাদ

নুরুল ইসলাম গাজী,টাঙ্গাইল: 

মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে  নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যকারী ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে মানববন্ধন করেছেন টাঙ্গাইলে ক্ষুদে শিক্ষার্থীরা। রবিবার(১২ জুন) সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা চৌধুরী পূর্ব পাড়া সানজিদা করিম কোরআন ফাউন্ডেশন ও নুরানী মাদরাসায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদরাসার সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন ও নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের অতিদ্রুত গ্রেফতার করেন ফাঁসির দাবি জানান।
এ বিষয়ে প্রথম শ্রেণির একজন শিক্ষার্থী বলেন,আমাদের নবী কে নিয়ে বাজে মন্তব্য কারীদের আমরা ফাঁসি চাই।
দ্বিতীয় শ্রেণির রাশেদুজ্জামান বলেন, বিশ্ব নবীর অবমাননা সইবো না সইবো না এবং ভারতকে আমাদের বর্জন করা উচিৎ যেহুতু তারা আমাদের প্রিয় নবীকে নিয়ে কুটুক্তি করেছে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোঃ বুখারী বলেন,আমাদের প্রিয় নবীদের নিয়ে কটুক্তি নুপুর শর্মা ও জিন্দালের ফাঁসি চাই আমরা।