সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ২৬/০১/২০২০, ৯:০১ AM
সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত


সাদিয়া ঈমাম শৈলীঃ
সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভিক্টোরিয়া হাইস্কুল স্টুডেন্টস কেবিনেটনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এ ভোটগ্রহন কার‍্যক্রম শুরু হয়। নির্বাচনে ভিক্টোরিয়া হাইস্কুল ভোট গ্রহণকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ প্রান্ত শেখ, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোবারক হোসেন সহকারি প্রিজাইডি অফিসার ৮ জন, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন ১৬ জন।

উক্ত স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে গণতান্ত্রীক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ২২ জন প্রারথীর মধ্যে ৮জন নিরবাচিত হয়েছে। বিজয়ীরা হলেন, ১০ম শ্রেণি ২জন বায়েজিদ ইসলাম নিবির, মোঃ অনিক সেখ, ৯ ম শ্রেণি থেকে বিজয়ী হয়েছে ১জন মোছাঃ
সাথী খাতুন। ৮ম শ্রেণির নির্বাচনে ৫জনের মধ্যে প্রতিদ্বন্দিতায় মোঃ সজিব নির্বাচিত হয় , এবং ৭ ম শ্রেনীতে ৭জনের প্রতিদন্দিতায় মোঃ রিগান সেখ মেহেদী নির্বাচিত হয়েছে, ৬ষ্ট শ্রেণি থেকে ৫ জনের প্রতিদন্দিতায় তাওহিদ হোসেন ও মোঃ সৌরভ সেখ নির্বাচিত হয় ।

নিরবাচন চলাকালীন পরিদর্শনে আসেন উপজেলা মাধ্যকিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার সহকারী সাফা সাদয়িয়া সিদ্দিকী। ভিক্টরিয়া উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সদস্য আশিক মাহবুব। এসময় নির্বাচন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সহকারী শিক্ষিকা নিলুফা সুলতানা,
সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, এস এম আখতারুজ্জামান, সাইফুল ইসলাম, অতীন্দ্র
কুমার ম-ল, মোছাঃ পারভীন খাতুন, জিয়াসমিন সুলতানা প্রমূখ।