সিরাজগঞ্জে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বি. এল স্কুলের শিক্ষার্থীর মৃত্যু


Admin প্রকাশের সময় : ১৪/০৬/২০২২, ১২:০১ PM
সিরাজগঞ্জে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বি. এল স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

শিশু বার্তা প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেল মোহাম্মদ আবু হুরায়রা সোহান (১৬) নামের এসএসসি পরীক্ষার্থীর। এ ঘটনায় আরও দুই ছাত্র আহত হয়েছে।সোমবার (১৩ জুন) দুপুরের দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিক মোড়-কয়েলগাঁতী আঞ্চলিক সড়কে সারটিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত সোহান সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লার মোতালেব হোসেনের ছেলে। সে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। আহতদের পরিচয় জানা যায়নি।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা জানান, সোমবার দুপুরের দিকে তিন স্কুলছাত্র মোটর সাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিল। তারা ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় সোহান নামের একজন স্কুলছাত্র। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় বগুড়ায় নেয়া হয়েছে।

বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম শেখ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, আমাদের একজন সন্তানকে হারালাম। শিক্ষক হয়ে ছাত্রের মৃত্যুর খবর নেহাত পৃথিবীর অন্যতম একটি ভারী আর্তনাদ। বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী খ শাখার শিক্ষার্থী মোহাম্মদ আবু হুরায়রা সোহান আজ মোটর সাইকেল দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। স্কুল পড়ুয়া দুরন্ত ডানপিটে প্রাণবন্ত এই মেধাবী ছেলেটার মৃত্যু বিএল সরকারি উচ্চ বিদ্যালয়েক প্রতিটি শিক্ষক -শিক্ষার্থী -কর্মচারীকে বেদনার মর্মন্তুদ অনুভূতি দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দূর্ঘটনার ব্যাপারে কিছু জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি।