টাঙ্গাইল সংবাদদাতা :
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় তাসফিন আহমেদ (১৬) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার(১৩ জুন)বিকেলে উপজেলার নলুয়া সড়কের বেড়বাড়ী কলাবাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তাসফিন নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে এবং স্থানীয় ইউরেকা শিক্ষা পরিবারের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়,সখীপুর উপজেলার নলুয়া কলাবাগান এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংএর সাথে সজোরে আঘাত করে।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পরিবার পরিজন শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :