পিইসি তে ৬০০ নম্বরে ৬০০ নম্বর পেয়েছে ঝিনাইদহের অতিথী ও ঋদ্ধি
Admin
প্রকাশের সময় : ০২/০১/২০২০, ১০:০৯ PM
আজমির তরু, শিশু বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ–
২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ৬০০ নম্বর এর মধ্যে ৬০০ নম্বর পেয়ে গৌরবান্বিত ফলাফল করেছে ঝিনাইদহের দুই কন্যা ।
ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়া নিবাসী মোঃ ওয়াজেদ আলী ও শাপলা নাজনীন শিউলীর কন্যা অতিথী মাহজাবিন ও আরাপপুর সোনালী পাড়া নিবাসী মোঃ আশরাফুজ্জামান ও সাইফা সানজিমা লিপির কন্যা সৈয়দা তাজরিন আশরাফী ঋদ্ধি, দুজনই ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে হতে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ৬০০ নম্বর এর মধ্যে ৬০০ নম্বর পেয়েছে।
সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পেয়ে অতিথী জানায় বড় হয়ে ম্যাজিস্ট্রেট ও ঋদ্ধি বলেছে সে বড় হয়ে ডাক্তার হতে চায়।
অতিথী ও ঋদ্ধি দুজনই জানান তাদের এ ফলাফলের পেছনে মা, বাবা ও শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা ও অবদান রয়েছে। তারা দুজন সবার কাছে দোয়া কামনা করে।
Post Views:
92
আপনার মতামত লিখুন :