ঠাকুরগাঁওয়ে শিশু শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
Admin
প্রকাশের সময় : ২২/১২/২০১৯, ১১:২১ AM
মোঃ মাহিন সরকার, শিশু বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ
শিশু শিক্ষার্থী সুমনা হকে(৯) এর হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সুমনা হকের হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের (১৩) দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানাচ্ছি। যাতে করে এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ ছাড় না পায়।
উল্লেখ্য, ৪ দিন নিখোঁজের পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিলো। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
Post Views:
91
আপনার মতামত লিখুন :