সম্পাদকীয়…। শিশু বার্তা বিজয় ও বর্ষপূর্তি সংখ্যা – ২০১৯


Admin প্রকাশের সময় : ১৬/১২/২০১৯, ১২:০০ AM
সম্পাদকীয়…। শিশু বার্তা বিজয় ও বর্ষপূর্তি সংখ্যা – ২০১৯

             
প্রিয় বন্ধুরা,
শিশু বার্তা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই মহান বিজয় দিবস ও জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনবিজয়ের ৪৯ তম বর্ষে পদার্পণ, শিশু বার্তার ১ম বর্ষপূর্তি ও ২য় বরষে পদার্পণ উপলক্ষে আনন্দের সাথে জানাচ্ছি যে, শিশুর আলো ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় তোমাদের প্রিয় শিশুতোষ সংবাদ, সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক দ্বি-মাসিক ম্যাগাজিনশিশু বার্তা২য় বর্ষেরে ১ম সংখ্যা (বিজয় ও বর্ষপূর্তি সংখ্যা) প্রকাশ করেছি
শিশু হলে আলোকিত,হবে আলোকিত বাংলাদেশ
এই স্লোগানকে ধারন করে নিয়ে শিশুর আলো ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায়একটি সুন্দর আগামীর প্রতিক্ষায় এবং সুন্দর ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়,গত  ১৬ ডিসেম্বর ২০১৮ খ্রীঃথেকে শিশু বার্তানামের একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে যাত্রা শুরু করেছিসকল শিশুর পশে থেকে সুন্দর ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দিগন্তের দিশারী হয়ে লক্ষ নিশানার দিকে এগিয়ে চলছি অবিরামএই লার ১ বছর পূর্ণ হলো আজ  
এখানে আমদের  এইশিশু বার্তাপত্রিকায় আমরা আমাদের দেশ তথা সমাজের সর্বস্তরের  শিশুদের মনের ইচ্ছা,আকাঙ্খা,বলা-না বলা কথাগুলে তুলে ধরতে চেষ্টা করে থাকিশিশুরা যে কথাগুলো বলতে চেয়েও বলতে পারে নাসে কথা গুলো শিশু বার্তামাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে আমরা এগিয়ে চলেছি অবিরামদেশের বিশিষ্ট সাংবাদিক, লেখক, সমাজসেবকদের উপদেশ ও পরামর্শে সেই সাথে সকলের সহযোগিতায় শিশুদের সম্পাদনায় অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ও দ্বি মাসিক শিশুতোষ ম্যাগাজিন শিশু বার্তা প্রকাশ করেছিএই ম্যাগাজিন থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করি আমরা
আলোকিত বাংলাদেশ বিনির্মাণেরলক্ষে, আলোর পথে এই দীর্ঘ পদযাত্রায় সকলের সহযোগিতা ও ভালোবাসার প্রত্যাশায় আমরা।