মিরসরাইয়ে সাইনিং স্কুল এন্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


Admin প্রকাশের সময় : ২৭/১১/২০১৯, ৮:১৪ PM
মিরসরাইয়ে সাইনিং স্কুল এন্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


সৈয়দ আবুল হাসনাত জিসান, শিশু বার্তা প্রতিনিধি, (চট্টগ্রাম),মিরসরাই
চট্টগ্রামেরর মিরসরাইয়ের একমাত্র ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সাইনিং স্কুল এন্ড কলেজের এ্যানুয়েল কালচারাল ফেষ্টিভেল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও স্টার লাইন স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আশরাফ হক ভূঁইয়া, সাইনিং স্কুলের শিক্ষক সোহরাব হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার কাস্টমস এন্ড ভ্যাট সহকারি কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক সভাপতি আলী আহছান, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেনে তত্বাবধানে দলীয় সঙ্গীত, নাটক, কৌতুক, বক্তৃতাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থীরা।