সোনাতলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন


Admin প্রকাশের সময় : ০৪/১১/২০১৯, ১২:০৬ PM
সোনাতলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

শাহরিয়ার হাসিব, শিশু বার্তা প্রতিনিধি, বগুড়া:
মঙ্গবার২৯ অক্টোবর দুপুরে বগুড়ার সোনাতলায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এর একাডেমিক ভবন উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।এসময়  ভিত্তি প্রস্থ উন্মোচনের মাধ্যমে ও ফিতা কেটে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম,নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি)সালমা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান।পরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি,জমিদাতা, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলম।
প্রধান অতিথি প্রতিষ্ঠানটির অবকাঠামোসহ অন্যান্য সকল বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুকে ধন্যবাদ জানান। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি খুশি হয়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কম্পিউটার ক্রয়ের জন্য ১ লাখ টাকা প্রদানের ঘোষনা দেন। আলোচনাসভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে দেখেন ও বৃক্ষ রোপণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সারওয়ার জাহান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুর রহমান, রফিকুল ইসলাম,কলিমদ্দীন, নাসিরউদ্দীন, আকবর আলী, অহিন্দ্র নাথ, খাজা মিয়া, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছাঃ তানিয়া খাতুনসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপাধ্যক্ষ সাব্বিরুল ইসলাম।