মিরসরাই ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল
Admin
প্রকাশের সময় : ১৮/১০/২০১৯, ১০:৩৪ PM
সৈয়দ আবুল হাসনাত জিসান,শিশু বার্তা, প্রতিনিধি মিরসরাইঃ
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ৬নং ইছাখালীর ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল-এর উদ্বোধন করা হয়েছে ১৪অক্টোবর বৃহস্পতিবার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন,মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির,মাতৃকা হাসপাতাল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ জামসেদ আলম,নাট্যকার মঈন উদ্দীন আহমদ চৌধুরী, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম আজাদ,বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা আসমা বেগম, অন্যান্য শিক্ষিক-শিক্ষিকারা সহ অন্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বলেন, মিরসরাই উপজেলার বেশ কিছু স্কুলে মিড ডে মিল উদ্ধোধন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন ক্রমেই এ কর্মসূচী সমগ্র উপজেলার প্রতিটি স্কুলে ছড়িয়ে পড়বে। এ ধরনের উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়ার পরিমান হ্রাস পাবে। তিনি বলেন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ কর্মসূচী অব্যহত রাখতে হবে।
Post Views:
88
আপনার মতামত লিখুন :