হিমালয়ের সুউচ্চ পর্বত মাউন্ট ইউনাম জয় করেছেন হাসনাত


Admin প্রকাশের সময় : ১৫/১০/২০১৯, ১০:৩৮ PM
হিমালয়ের সুউচ্চ পর্বত মাউন্ট ইউনাম জয় করেছেন হাসনাত

 হিমালয়ের সুউচ্চ পর্বত মাউন্ট ইউনাম জয় করেছেন হাসনাত
সৈয়দ আবুল হাসনাত জিসান,চট্টগ্রামঃ  
হিমালয়ের সুউচ্চ পর্বত মাউন্ট ইউনাম জয় করেছেন চট্টগ্রামের সন্তান হাসনাত আল কোরাইশী। গত ৩১ শে জুলাই স্থানীয় সময় বিকাল ৪টার সময় হিমালয়ের ঝাঙ্সকার রেঞ্জের ৬১১০ মিটার উচ্চতার পর্বত শৃঙ্গ “মাউন্ট ইউনাম”জয় করেন। তার সাথে এই অভিযানে ছিলো সাদাব ইয়াছির।
হাসনাত জানান মাউন্ট ইউনামে চূড়ায় পৌঁছাতে সময় লেগেছে ৩দিন এবং নেমে আসতে ১দিন মোট ৪দিন লেগেছে তাদের এই “মাউন্ট ইউনাম” জয় করতে। হাসনাত আল কোরাইশীর বাড়ি দক্ষিন চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে।
হাসনাত বলেন তার মাউন্টেইনিয়ারিং এর এর প্রতি তার আগ্রহ জন্মে ২০০৮ সালের দিক থেকে। এরপর থেকেই তিনি এ নিয়ে ইন্টারনেট এ ঘাঁটা ঘাঁটি করতেন এরপর মাউন্টেনিয়ারিং এর উপর বাংলাদেশ ও ভারতে ট্রেনিং নেন। তিনি আরো জানান, তার কাছে ভালো লাগা ও গর্ববোধ হয় যখন পর্বতের চূড়ায় উঠে, তিনি নিজ দেশের পতাকাটা উঁচিয়ে ধরতে পারেন।
তিনি এই নিয়ে ৪ বার হিমালয়ে অভিযান চালিয়েছেন এবং তিনি পরবর্তীতে ৭ হাজার মিটারের কোন পর্বতে যাবেন বলে আশা করেন। হাসনাত আল কোরাইশী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন বলে জানান।