আমার শখ


Admin প্রকাশের সময় : ২৪/০৯/২০১৯, ২:১৫ PM
আমার শখ
শিশুর কথা
আমার শখ

নওশাত রাঈসা,
তৃতীয় শ্রেণি,
সাভার,ঢাকা
বিকেল বেলা, আমি পড়ার টেবিলে বসে আছি। একটা গল্পের বই পড়ছি।বইয়ের নাম ‘রুপকথার গল্প ‘।অবসর সময়ে গল্প পড়তে আমার খুব ভালো লাগে। বাইরে ঠান্ডা বাতাস বইছে।বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ আসছে। আমার পড়ার ঘর জানালার পাশেই তাই বাইরে তাকালে ই বাগানটা চোখে পড়ে।
আমি জানালায় তাকিয়ে বাগানের ফুল গুলো দেখছি। মনে হলো যেনো ওরাও আমাকে খুঁজছে। বইটা বন্ধ করে এক দৌড়ে বাগানে চলে এলাম। বাগান করা আমার শখ। আমি নিজ হাতে বাগানটাকে সাজিয়েছি।আমার বাগানে গোলাপ, জবা, বেলী,গাঁদা, গন্ধরাজ ছাড়াও আরও অনেক রকমের ফুল গাছ আছে।বাগানের একপাশে হাস্নাহেনার ঝাড়।
অন্যপাশটায় লজ্জাবতীর ঝাড়।মজার ব্যাপার হলো হাত ছোঁয়াতেই লজ্জাবতী গাছ নুইয়ে পড়ে।বাগানের চারপাশে পাথরকুচি দ্বারা বেষ্টিত। আমি অবসর সময়ে বাগানের যত্ন করি,আগাছা পরিষ্কার করি,পানি দেই।বিকেলে ফুলের উপর প্রজাতির উড়া উড়ি দেখি। আমি কোথাও গেলে বাগানটাকে খুব মিস করি। আমি আমার ফুলের বাগানটাকে খুবই ভালোবাসি।