গংগাচড়ায় একজন অটোচালকের উদ্যোগে চারা বিতরণ
Admin
প্রকাশের সময় : ১৭/০৯/২০১৯, ৮:৫৫ PM
মোঃ সাজু মিয়া, শিশু বার্তা ,প্রতিনিধি,গংগাচড়াঃ
গংগাচড়ায় সমাজ সচেতন অটো চালোক মোঃ আব্দুল্লাহ আল সুমনের উদ্যেগে কোলকোন্দো ইউনিয়ানের আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষারথীদের মাঝে গাছের চাড়া বিতারন করেন।
রোববার চারাগাছ বিতরণ কালিন সেখানে উপস্থিত ছিলেন গংগাচড়ার মডেল থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান। এতে সভাপতিহিসাবে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মজিবর রহমান।
এতে বক্তব্য রাখেন উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগন ও ওসি মসিউর ।
Post Views:
84
আপনার মতামত লিখুন :