মিরসরাইয়ে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ১১/০৯/২০১৯, ১০:২২ PM
মিরসরাইয়ে অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 সৈয়দ আবুল হাসনাত জিসান,শিশু বার্তা প্রতিনিধি, মিরসরাইঃ
 চট্টগ্রামের মিরসরাই উপজেলায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ১ম খেলা ১১ সেপ্টেম্বর(বুধবার) বিকাল ৩টায় মিরসরাই স্টোডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত প্রথম খেলায় উপস্থিত ছিলেন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদ-উর-রহমান সুমু, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য  শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মিরসরাই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান ,ধুম ইউনিয়ান চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই পৌরসভা সাবেক মেয়র এম. শাহজাহান, ক্রীড়া শিক্ষক দিদারুল আলম প্রমুখ। 
প্রথম খেলায় করেরহাট ইউনিয়ন ৩-০ গোলে ধুম ইউনিয়নকে হারিয়ে জয় লাভ করে। 
এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্ট আগামীকাল ১২সেপ্টেম্বর শুভ উদ্বোধন হবে। কাল একটা দলের সমস্যা থাকার করনে আমরা একদিন আগে প্রথম খেলা দিয়েছি। তবে উদ্বোধন আগামীকাল বৃহস্পতিবারই হবে।