গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু


Admin প্রকাশের সময় : ০৭/০৯/২০১৯, ৩:২৮ PM
গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু

 

মোঃ আব্দুল্লাহ বিন সিরাজ, শিশু বার্তা প্রতিনিধি, রংপুর
গতকাল ০৬ আগষ্ট দুপুর ২ টার দিকে নদীর প্রতি ভালোবাসায় স্নিগ্ধ বাতাসে বিমোহিত প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকন করতে করতে এক পর্যায়ে গোসল করতে গিয়ে বিকাল ৫ টায় পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেল সুরাইয়া ‍(১৫)।
 
কৈমারি স্কুল এন্ড কলেজের ১০ ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া প্রায় প্রতিবারের মতো তার সহপাঠীদের সাথে তিস্তা নদীতে গোসল করতে যায়।তার চাচাত বোন ঠিক এ সময়ে আনন্দঘন মুহুর্তে পানিতে ডুবে যায়। সুরাইয়া তা দেখে তাকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যায়।
 
সুরাইয়ার চাচাত বোন উপড়ে উঠে দেখতে পায় সুরাইয়া ডুবে গেছে।। সে তখন চিৎকার করে।। ঐ সময়ে অপর পাড় থেকে  আসা নৌকার মাঝি তাকে বাঁচাতে চেষ্টা করে কিন্তু মেয়েটিকে তিনি খুঁজে পাননি। 
 তার অভিভাবক ফায়ার সার্ভিসে ফোন দিয়ে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা ২ ঘন্টা পর সুরাইয়া কে উদ্ধার করে।। শেষ পর্যন্ত  রংপুর মেডিকেলে নিয়েও বাঁচানো সম্ভব হয়নি।।