এস.এম. মানজুরুল ইসলাম সাজিদ,শিশু বার্তা প্রতিনিধি,বাগেরহাটঃ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সরকারি পি.সি কলেজ প্লাটুন এর উদ্যোগে ২৯ আগষ্ট ২০১৯ সকাল ১০টায় বৃক্ষ রোপন কর্মসূচি ২০১৯ পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর মোঃসাখিলুর রহমান,অধ্যক্ষ সরকারি পি.সি কলেজ বাগেরহাট। প্রফেসর শেখ মোস্তাহিদুর আলম, উপাধ্যক্ষ সরকারি পি.সি কলেজ।ক্যা প্টেন মোঃ শাহ আলম ফরাজী, বিনসিসি অধিনায়ক ২২ বিনসিসি ব্যাটিলিয়ান। পি,ইউ,ও মোঃ সাইফুর রহমান ফারুকী, প্লাটুন কমান্ডার সরাকারি পি.সি কলেজ। সামরিক প্রশিক্ষক মোঃ সবুর সরদার, ক্যাডেট কর্পোরাল শেখ নেওয়াজ শরীফ মুন্না সহ জুনিয়র এবং সিনিয়র ক্যাডেট বৃন্দ।বৃক্ষরোপন কর্মসূচী হিসেবে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয় কলেজের প্রাঙ্গনে। এসময় ক্যাডেট কর্পোরাল শেখ নেওয়াজ শরীফ মুন্না বলেন’ পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামজন আগুন লাগা আমাদের চিন্তার বিষয়,বর্তমানে গাছ কাটা থেকে গাছ কম লাগানে হয়,এতে দিন দিন কার্বনঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে,জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাই আমাদের এই উদ্যােগ গ্রহন করা হয়। সামরিক প্রশিক্ষক মোঃ সবুর সরদার বলেন” পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক বছর বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপন কমসূচি হিসাবে গাছ লাগানো হয়ে থাকে।বেশি বেশি গাছ লাগাবো এবং একটি গাছ কাটলে তিনটি গাছ লাগাবো।
আপনার মতামত লিখুন :