গতকাল সন্ধায় আমাদের গ্রামে কাবাডি খেলার আয়োজন করা হয়।। উক্ত খেলায় গংগাচড়ার সরদারপাড়া বনাম হাড়াগাজ এর ম্যাচ অনুষ্ঠিত হয়।। তাতে হাড়াগাজ টিম তারা১৫ পয়েন্টে জয়ী হয়।
হেরে যাওয়ার পরেও পরাজিত সদল ও দলিয় অধিনায়ক মোঃ কুদ্দুস আলী তিনি বলেছেন যে খেলায় হার জিত বড় কথা নয়, আমরা আমাদের মাঝে খেলাটিকে ফিরিয়ে আনতে পেরেছি এটাই আনন্দের বিষয়। অপর দলের অধিনায়ক মোঃ কবির আলী তিনিও একেই কথা বলেন।সব শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারণ করা হয়।
আপনার মতামত লিখুন :